সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাভার সেনানিবাসস্থ রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয়েছে আরভিএন্ডএফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক আনুষ্ঠানিকভাবে কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন।

সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট আরভিএন্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে সশস্ত্র অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর আরভিএন্ডএফ কোরের জ্যেষ্ঠতম অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁর কাঁধে ‘কর্নেল কমান্ড্যান্ট ব্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

প্যারেড ও বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে মেজর জেনারেল এস এম আসাদুল হক উপস্থিত কর্মকর্তা ও সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি আরভিএন্ডএফ কোরের ভবিষ্যৎ উন্নয়ন, পেশাদারিত্ব বৃদ্ধি এবং কোরের সদস্যদের কর্মদক্ষতা আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, আরভিএন্ডএফ কোরের অধিনায়কবৃন্দ এবং বিভিন্ন পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোর পশুপালন, চিকিৎসা ও সামরিক লজিস্টিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং কোরের এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান তার ধারাবাহিকতাকেই আরও সুসংহত করল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *