সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় প্রস্তুত- নৌবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ‘সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় প্রস্তুত।’
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে ঢাকার আশুলিয়ার বাইপাইলস্থ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদফতরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং -এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তিলগ্নেও পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।’
তিনি বলেন, ‘দেশের ক্লান্তিকালে সকল গুরুত্বপূর্ণ সময়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিপ অফ নেভাল স্টাফ পারসোনাল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসি অধিদফতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।