ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে এবারও কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল।

গেতকাল রোববার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেজর জেনারেল ভানগুরু রঘু।

প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রতিনিধি দল বিনিময় হয়ে থাকে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ-ভিত্তিক ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা নিয়ে এলেও সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সফর কার্যক্রমে এর তেমন প্রভাব পড়েনি। গত বছরও বড় প্রতিনিধি দল পাঠিয়েছিল বাংলাদেশ।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল

চলতি বছরও ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ জানায়, তারা বিজয় দিবসের অনুষ্ঠানে প্রতিনিধিদল পাঠাবে। ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানগুলোতে যোগ দেবেন দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, আটজন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যসহ মোট ২০ জন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

সূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে বাংলাদেশের প্রতিনিধিদল। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন ইস্টার্ন কমান্ডের কর্মকর্তােরা। ১৫ ডিসেম্বর তারা ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টারে “মিলিটারি টাট্টু” অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেদিনই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধা নিবেদনসহ দিনব্যাপী একাধিক সামরিক ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দেবেন মুক্তিযোদ্ধা ও সেনা সদস্যরা।

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড প্রতিবছর ডিসেম্বরকে ‘বিজয় মাস’ হিসেবে উদযাপন করে—যার অংশ হিসেবে বিজয় র‍্যালি, বাইক মিছিলসহ বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের নিয়মিত অংশগ্রহণ দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও সামরিক সহযোগিতাকে আরও দৃঢ় করে তুলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed