বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্যে চুক্তি স্বাক্ষর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমানবাহিনীকে ইউরোফাইটার টিজফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

আজ মঙ্গলবার বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আস্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্যে চুক্তি স্বাক্ষর

ওই অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখ সারিতে অংশগ্রহণকারী অত্যাধুনিক বহুমুখী যুদ্ধবিমানের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমানবাহিনীকে ইউরোফাইটার টিজফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *