কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি চালানো হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ সেনাক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালেই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল শাফাত আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিভাগ থেকে ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম পুরো দিন চিকিৎসা সেবা দেন। রোগীরা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও পান।

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

রেবেকা খাতুন বলেন, টাকা-পয়সা নেই, ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে ভালোভাবে চিকিৎসা পেলাম, ওষুধও দিলো। খুব উপকার হলো।

যুবক মাহিন মিয়া বলেন, দীর্ঘদিনের চর্মরোগ নিয়ে ভুগছিলাম। ঢাকায় গিয়ে চিকিৎসা সম্ভব হচ্ছিল না। এখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে স্বস্তি লাগছে।

আরেক নারী রোগী সাবিনা আক্তার বলেন, গাইনি সমস্যার জন্য ডাক্তার দেখাতে লজ্জা ও খরচ দুটোই বাধা ছিল। এখানে এসে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পেরেছি। সেনাবাহিনী আর জেলা প্রশাসনকে ধন্যবাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনেক মানুষের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না। আজ হাজারো মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পেয়েছেন, যা তাদের বড় সহায়তা।

আয়োজকদের ভাষ্য, দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজার দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পুরো আয়োজন ঘিরে উপকারভোগীদের মধ্যে ছিল দৃশ্যমান স্বস্তি ও আনন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *