কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির হাতে এক সপ্তাহে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সর্বশেষ এক সপ্তাহে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চালানো এই অভিযানে দুই কোটি ৭৩ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ওষুধ, আতশবাজি, গরু, সিএনজিচালিত অটোরিকশা এবং নানা ধরনের খাদ্যপণ্য। উদ্ধারকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং এক কোটি ৮০ লাখ টাকার অন্যান্য খাদ্যসামগ্রী রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।