৩৮ বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত, ফিরে গেল ৪৭ ভারতীয়ও
![]()
নিউজ ডেস্ক
বিভিন্ন সময় আটক হয়ে ভারতে বন্দি ৩৮ জন বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরছেন। একইভাবে এখানকার কারাগারে থাকা ৪৭ জন ভারতীয় জেলে নিজ দেশে ফিরেছেন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) পানিসীমায় দুই দেশের মধ্যে এই জেলে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, ভারত ও বাংলাদেশ মঙ্গলবার সফলভাবে ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী এবং ৩৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাদের সচল নৌকাসহ মুক্তি ও প্রত্যাবাসন সম্পন্ন করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় , “ভারত সরকার ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকার এই লক্ষ্যে বাংলাদেশের জেল থেকে আমাদের মৎস্যজীবীদের মুক্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলেছে।”
দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়, ভারতীয় মৎস্যজীবীরা, যারা ভুলবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা অতিক্রম করে গিয়েছিলেন, তাদের সম্প্রতি বাংলাদেশের কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছিল। একইভাবে, বাংলাদেশি মৎস্যজীবীরাও ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হয়েছিলেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উভয় পক্ষের মৎস্যজীবী সম্প্রদায়ের মানবিক এবং জীবিকার উদ্বেগের কথা মাথায় রেখে মৎস্যজীবী এবং তাদের নৌকাগুলির পারস্পরিক বিনিময়ের ব্যবস্থা করা হয়েছে।”
উল্লেখ্য, উভয়দেশের কোস্টগার্ডের মধ্যে এই জেলে বিনিময় সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দর কষাকষির পর আজ দুদেশের জেলেরা নিজ নিজ দেশে ফেরত গেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।