বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় বাইশফাঁড়ি সীমান্তে ৬ মিয়ানমার নাগরিক আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের বাইশফাঁড়ি বিওপি এলাকায় সীমান্ত অতিক্রমের সময় ছয়জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ৩৪ বিজিবির বাইশফাঁড়ি বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৬ থেকে প্রায় ৫০ মিটার উত্তর-পশ্চিমে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মিয়ানমারের তংচংগ্যা সম্প্রদায়ের পুরুষ নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, শুকর ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—মংফুতাই তংচংগ্যা (৩০), কালু তংচংগ্যা (২৬), মুচা তংচংগ্যা (৪৫), মংচিউ তংচংগ্যা (৩০), ভেট্টিয়া তংচংগ্যা (২৫) এবং ইতুয়াইন তংচংগ্যা (১৭)। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন প্রদেশের মন্ডু জেলার তুমব্রু ও মেদাই গ্রামের বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, আটককের পর রাত ৯টার দিকে ছয়জনকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের উদ্দেশ্যে পিকআপে করে পাঠানো হয়। তবে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় তাৎক্ষণিকভাবে থানায় পৌঁছানো সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “বাইশফাঁড়ি এলাকা থেকে থানায় পৌঁছাতে ৪০–৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তাই রাত ১০টার মধ্যে তারা থানায় পৌঁছাতে পারেননি।”
প্রসঙ্গত, মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে অনুপ্রবেশ, গোলাগুলি ও সহিংসতা বাড়ায় বিজিবি সতর্কতা জোরদার করেছে। এই ঘটনাও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির প্রতি নতুন করে নজর দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।