স্বাস্থ্যসেবায় বিজিবির মানবিক উদ্যোগ: মারিশ্যা জোনে পাহাড়িদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ী ও বাঙ্গালি জনগণের জন্য কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
মানবিক সহায়তার ধারাবাহিক অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে মোট ১৪৯ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১১৪ জন বাঙ্গালি রোগীকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে মারিশ্যা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা নিতে আসা অনেকে জানান, পার্বত্য এলাকায় সহজলভ্য স্বাস্থ্যসেবার অভাব দূর করতে বিজিবির এমন উদ্যোগ বিশেষভাবে সহায়ক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

ক্যাম্পেইনে জোন উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, পদাতিক ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে বিজিবির ধারাবাহিক মেডিকেল ক্যাম্প আয়োজন স্থানীয় জনগণের আস্থা ও জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।