বান্দরবানের আলীকদমে অবৈধভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোনের একটি বিশেষ টহল দল অবৈধভাবে সেগুন কাঠ পাচার প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করে প্রায় ২৫০ সিএফটি সেগুনসহ বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে। যার বাজারমূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকার বেশি।
গতকাল বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে জোন অধিনায়কের নির্দেশনা, গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং দ্রুত সমন্বিত অভিযানের মাধ্যমে এ সাফল্য অর্জন করে সেনাবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চুচিলা মার্মা পাড়ায় গজালিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংগঠিত পাচারকারী চক্র অবৈধ কাঠ পাচারে জড়িত ছিল। এসব অবৈধ আর্থিক কর্মকাণ্ড থেকে মুনাফা বিভিন্ন অসামাজিক ও অবৈধ গোষ্ঠীর নিকট প্রবাহিত হতো, যা পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় আইন-শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
অভিযানের ফলে পাচারকারী চক্রটি বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কা খেয়েছে। জব্দকৃত কাঠ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলীকদম সেনা জোন জানায়, পরিবেশ ধ্বংস, অবৈধ কাঠ পাচার, অর্থনৈতিক অপরাধ ও রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতা দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। পাশাপাশি এলাকার শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
উল্লেখ্য, সীমান্ত অঞ্চলে পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।