অবৈধ অনুপ্রবেশ: খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশ: খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশ: খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরার কারণে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া যায়।

পানছড়ি থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন হলেন—ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০) এবং লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।

সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর তারা ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে পানছড়ির রুপসেন পাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যায়। সেখান থেকে বুধবার ফের ভারত যাওয়ার উদ্দেশ্যে চোরাপথে যাত্রাকালে যৌথবাহিনীর হাতে আটক হন।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটির বিলাইছড়ির রাকিয়ং লেক গ্রামের লোক হলেও ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে চলে গিয়ে সে দেশে বিয়ে করে নাগরিকত্ব নেন। তার পিতা-মাতা এখনো বাংলাদেশের নাগরিক। বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য তিনি পরিবারের কাছ থেকে টাকা নিতে ভারতীয় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

ওসি জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাপথে অনুপ্রবেশের ঘটনাগুলো নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এবং এ ধরনের তৎপরতা রোধে যৌথবাহিনী নিয়মিত নজরদারি জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *