গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ৬৮০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ৬৮০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ৬৮০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার সকালে গুইমারা রিজিয়নের এমপি চেকপোস্ট এলাকায় স্টাফ অফিসার মেজর মিয়ান সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

সেনা টহল দল কাঠবোঝাই একটি ট্রাক আটক করে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখতে পায় ৬৮০.২০ ঘনফুট অবৈধ কাঠ বহন করা হচ্ছে। পরে মেজর মিয়ান সাইফুল ইসলামের উপস্থিতিতে কাঠসহ গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২ হাজার ৪৯০ টাকা বলে জানায় সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব, পরিবেশ সংরক্ষণ, জননিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ কাঠ পাচার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে গেছে। সেনাবাহিনীর এই অভিযানে কাঠ পাচারকারীদের নেটওয়ার্কে চাপ সৃষ্টি হবে বলে স্থানীয়রা মনে করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *