গোপন তথ্য পাচারের অভিযোগে আসামে অবসরপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ রেখে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ভারতের আসাম রাজ্যের সোনিতপুর জেলায় অবসরপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গোপন নথি ও সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা সদস্যদের তথ্য নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকি সামনে এসেছে।
সোনিতপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হরিচরণ ভূমিজ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি পাকিস্তান-সংযুক্ত কয়েকজন গোয়েন্দা অপারেটিভের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন এবং ইলেকট্রনিক মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তদন্তকারীরা জানিয়েছেন, ডিভাইসের কিছু ডেটা মুছে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যা তদন্ত প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।
এ ঘটনায় ভারতীয় নতুন দণ্ডবিধি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ঠিক কতটা তথ্য পাচার হয়েছে এবং এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে একাধিক তদন্ত শুরু হয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে চাপে ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।