গুইমারায় আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ সমাজ কল্যাণে মানবিক সহায়তা প্রদান সিন্দুকছড়ি জোন

গুইমারায় আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ সমাজ কল্যাণে মানবিক সহায়তা প্রদান সিন্দুকছড়ি জোন

গুইমারায় আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ সমাজ কল্যাণে মানবিক সহায়তা প্রদান সিন্দুকছড়ি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ধারাবাহিকভাবে আর্থসামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন সমাজকল্যাণমূলক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

গতকাল শুক্রবার সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় রামসু বাজার এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

একই সঙ্গে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে নগদ অর্থ সহায়তা, গরিব ও মেধাবী এক ছাত্রীকে পরীক্ষার ফি প্রদান, একটি মসজিদ সংস্কারের জন্য আর্থিক সহায়তা এবং গরিব ও দুস্থ ব্যক্তিদের গৃহনির্মাণ ও সুচিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

এছাড়াও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, দুটি ক্রীড়া সংগঠনকে জার্সি, গ্লোবস, ফুটবল, ভলিবল ও ভলিবল নেট প্রদান করা হয়। শীত মৌসুমে দুস্থ ও গরিব মানুষের কষ্ট লাঘবে ঢেউটিন, খাদ্যসামগ্রী এবং শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত জোন অধিনায়ক জানান, সিন্দুকছড়ি জোন ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানানো হয় এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর এ ধরনের আর্থসামাজিক ও মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed