লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
লক্ষ্মীপুর অভিযান চালিয়ে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন বরকত ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ হোসেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৪টি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে আরও তিনজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।