সুদানে ড্রোন হামলায় আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বশেষ অবস্থা জানাল সেনাবাহিনী

সুদানে ড্রোন হামলায় আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বশেষ অবস্থা জানাল সেনাবাহিনী

সুদানে ড্রোন হামলায় আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বশেষ অবস্থা জানাল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় আহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে সেনাবাহিনী।

গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই হামলায় প্রাথমিকভাবে ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

সেনাবাহিনী সূত্র জানায়, আহত সকল শান্তিরক্ষীকে দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন শান্তিরক্ষী ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহত সকল শান্তিরক্ষী শঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণকারী ৬ জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর তাদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে দায়িত্ব পালনকালে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং মোট ৯ জন আহত হন।

প্রসঙ্গত, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, যার মূল্য দিতে হচ্ছে অনেক সময় জীবন ও রক্তের বিনিময়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed