সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে দেশজুড়ে ৮ দিনে সন্ত্রাসী-চোরাকারবারিসহ আটক ৫১
![]()
নিউজ ডেস্ক
দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ যৌথ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, উক্ত সময়কালে পরিচালিত এসব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ মোট ৫১ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা দেশের জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত।
গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব অভিযানের ফলে অপরাধী চক্রের তৎপরতা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
এদিকে সেনাবাহিনী দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ পরিস্থিতি নিয়ন্ত্রণেও সেনাবাহিনী পরিস্থিতি বিবেচনায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতা ছড়িয়ে না পড়ে।
বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলমান এই ধারাবাহিক যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে যেমন কার্যকর ভূমিকা রাখছে, তেমনি অপরাধী চক্রের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থানের একটি সুস্পষ্ট বার্তাও দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।