গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গাজীপুরে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দুস্থ ও শীতার্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান, পিএসসি, জি ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত ২০০টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) তুলে দেন। এ সময় শীতবস্ত্র পেয়ে শীতার্ত ও দুস্থ জনসাধারণ উচ্ছ্বসিত হন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও দেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed