সারাদেশে সেনাবাহিনীর ১৪৪ ধারা জারির দাবিটি ভুয়া- রিউমর স্ক্যানার

সারাদেশে সেনাবাহিনীর ১৪৪ ধারা জারির দাবিটি ভুয়া- রিউমর স্ক্যানার

সারাদেশে সেনাবাহিনীর ১৪৪ ধারা জারির দাবিটি ভুয়া- রিউমর স্ক্যানার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অন্তত গত ২০ ডিসেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘আবারো অস্থিতিশীল দেশ জরুরী ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান সেনানিবাস থেকে’। বিস্তারিত দাবিতে একটি লিঙ্ক পোস্টের মন্তব্য সেকশনে সংযুক্ত করা হয় যেখানে দাবি করা হয়, ‘দেশের চলমান অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সারাদেশে ১৪৪ ধারা জারি করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারাদেশে সেনাবাহিনীর ১৪৪ ধারা জারির দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘protibadnews76.blogspot.com’ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘protibadnews76.blogspot.com’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৪৪ ধারা জারি, সেনাবাহিনীর কঠোর নির্দেশনা’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তবে এর প্রকাশকাল হিসেবে কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়নি।

কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, ‘দেশের চলমান অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সারাদেশে ১৪৪ ধারা জারি করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণের জানমাল রক্ষা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।..’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

স্বাভাবিকভাবে, সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এরূপ কোনো ঘোষণা দিলে তা মূলধারার সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর ফেসবুক পেজ পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো ফেসবুক পোস্ট পাওয়া যায়নি। আইএসপিআর এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করলেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, সারাদেশে সেনাবাহিনী ১৪৪ ধারা জারি করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

You may have missed