বড়দিনের আনন্দে সেনাবাহিনীর সহমর্মিতা: বান্দরবানের বাকলাই পাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে কেক বিতরণ

বড়দিনের আনন্দে সেনাবাহিনীর সহমর্মিতা: বান্দরবানের বাকলাই পাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে কেক বিতরণ

বড়দিনের আনন্দে সেনাবাহিনীর সহমর্মিতা: বান্দরবানের বাকলাই পাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে কেক বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য সুদৃঢ় করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেংগল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় খ্রিস্টান ধর্মালম্বী জনগণের মাঝে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে কেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় বাশিরাম পাড়া, বাকলাই পাড়া, প্রাতা পাড়া, সিমল্লামপি পাড়া ও শেরকর পাড়াসহ মোট ছয়টি পাড়ার খ্রিস্টান ধর্মালম্বী বাসিন্দাদের মাঝে তাদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কেক বিতরণ করা হয়।

বড়দিনের আনন্দে সেনাবাহিনীর সহমর্মিতা: বান্দরবানের বাকলাই পাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে কেক বিতরণ

এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেয় এবং পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কার্যক্রমটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

উৎসবের আনন্দে সেনাবাহিনীর এমন উপস্থিতিকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানায় এবং এই উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

বড়দিনের আনন্দে সেনাবাহিনীর সহমর্মিতা: বান্দরবানের বাকলাই পাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে কেক বিতরণ

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় উৎসবে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ তাদের মধ্যে নিরাপত্তাবোধ ও রাষ্ট্রীয় অন্তর্ভুক্তির অনুভূতি জোরদার করেছে। অনেকেই এটিকে শুধু প্রতীকী আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন।

সেনা সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাকলাই পাড়ায় বড়দিন উপলক্ষে কেক বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই একটি অংশ।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও সকল সম্প্রদায়ের পাশে থেকে জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed