দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম

দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম

দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) একযোগে জনসচেতনতামূলক সভা, শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাবুছড়া ব্যাটালিয়নের অধীন আরান্দিছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সামাজিক সচেতনতা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি স্থানীয় বিদ্যালয় সংস্কারের জন্য টিন প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং এলাকার যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একই স্থানে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় ৮৮ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্গম এলাকায় এ ধরনের সহায়তাকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতা—এই তিনটি ক্ষেত্রকে একত্র করে পরিচালিত ৭ বিজিবির এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং বিজিবির প্রতি আস্থা ও সহযোগিতার মনোভাব আরও দৃঢ় করেছে।

দুর্গম পাহাড়ে বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রম

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা প্রদানে বাবুছড়া ব্যাটালিয়নসহ বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed