সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা ও জাতীয় ঐক্য জোরদারের প্রত্যয়ে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে এসএসসি ও এইচএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাঘাইছড়ি শাখা।

“গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়।

সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

অনুষ্ঠানের অংশ হিসেবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।

পাশাপাশি সাজেক জুনিয়র হাই স্কুলে একটি ল্যাপটপ প্রদান করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। এসব উদ্যোগকে দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার মানোন্নয়নে কার্যকর সহায়তা হিসেবে দেখছেন স্থানীয়রা।

সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

এছাড়াও সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে বড়দিন উপলক্ষে সাজেক গির্জায় নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই সহায়তা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবু মুছা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

তারা সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের যৌথ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed