রাঙ্গামাটির লংগদুতে বড়দিন উপলক্ষে রাজনগর ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ ও মতবিনিময় সভা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক বড়দিন উপলক্ষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভা ও সহায়তা কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে পরিচালিত হয়েছে।
চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন।
সভায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তি ও পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

অধিনায়ক সবাইকে শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সভা শেষে বড়দিন উপলক্ষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে মানবিক সহায়তা হিসেবে গুরুসতাংপাড়া ও গুই ছড়িপাড়ার নামক দুটি গীর্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা ও সন্তোষ সৃষ্টি করে এবং বিজিবি ও জনসাধারণের পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন বলেন, “বিজিবি সর্বদা পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।