বড়দিন উপলক্ষে আলীকদমের দুর্গম পাহাড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
বড়দিন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় খ্রিষ্টান ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন।
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছোটবেতী চাকনাও পাড়ায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজিত কর্মসূচিতে আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক পাড়াবাসীর হাতে ৪০টি কম্বল ও পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্যে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মো। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, কারবারি, পাড়াবাসী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ লক্ষ্য করা যায়। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের বাস্তবতায় সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের জন্য বড় সহায়ক।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, উন্নয়নমূলক কার্যক্রম এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে, যার ফলে স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।