সাজেকে অসুস্থ নারী পর্যটকের পাশে বিজিবি, দ্রুত চিকিৎসায় প্রাণে স্বস্তি

সাজেকে অসুস্থ নারী পর্যটকের পাশে বিজিবি, দ্রুত চিকিৎসায় প্রাণে স্বস্তি

সাজেকে অসুস্থ নারী পর্যটকের পাশে বিজিবি, দ্রুত চিকিৎসায় প্রাণে স্বস্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণের পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক নারী পর্যটকের জরুরি চিকিৎসায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক যাওয়ার পথে নাজমুন নাহার (৬০) নামে এক নারী পর্যটক মাঝপথে হঠাৎ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বিজিবির মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করে।

সাজেকে অসুস্থ নারী পর্যটকের পাশে বিজিবি, দ্রুত চিকিৎসায় প্রাণে স্বস্তি

বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাছান ইমাম জানান, অসুস্থ নারী পর্যটককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। জরুরি চিকিৎসা সহায়তায় তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে নিরাপদে তাকে তার সহযাত্রীদের সঙ্গে সাজেক পর্যটন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

হঠাৎ এমন পরিস্থিতিতে বিজিবির দ্রুত সাড়া ও মানবিক চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই নারী পর্যটক ও তার সহপাঠীরা। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এই দায়িত্বশীল ভূমিকা না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে পর্যটক ও সাধারণ মানুষের জীবনরক্ষায় বিজিবির তাৎক্ষণিক চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed