ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে সচেতনতা বৃদ্ধিতে বিজিবির উদ্যোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে সচেতনতা বৃদ্ধিতে বিজিবির উদ্যোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে সচেতনতা বৃদ্ধিতে বিজিবির উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সঙ্গে একাধিক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিয়ালদহ পাড়া বিওপিতে বিওপি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করা হয়। একই দিনে জুপুই পাড়ায় জুপুই বিওপি কমান্ডারের উদ্যোগেও পৃথক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রতিপক্ষ দেশ ভারত থেকে যে কোনো অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিহত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনাও করা হয়।

বিজিবি সূত্র জানায়, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সাজেকসহ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এই ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed