আসাম রাইফেলস-ইন্ডিয়ান কোস্ট গার্ডের সহযোগিতা জোরদারে ত্রিপুরায় ৬ দিনের সফরে প্রতিনিধি দল
![]()
নিউজ ডেস্ক
ভারতের দুই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে ছয় দিনের সফরে ত্রিপুরায় অবস্থান করছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আগরতলার কুঞ্জবান গ্যারিসনে আসাম রাইফেলসের গঠনের সঙ্গে এই সফর পরিচালিত হচ্ছে।
এই সফরটি আসাম রাইফেলস ও ইন্ডিয়ান কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক ‘চার্টার অব অ্যাফিলিয়েশন’-এর আওতায় অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য হলো পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা ও সেরা কার্যপদ্ধতির বিনিময় এবং ভবিষ্যতে কার্যকর অপারেশনাল সমন্বয় গড়ে তোলা।
সফরকালে প্রতিনিধি দলটি ২১ সেক্টর আসাম রাইফেলসের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলটি আসাম রাইফেলসের ঐতিহ্য ও সামরিক শৃঙ্খলার প্রতীক হিসেবে আয়োজিত ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানও প্রত্যক্ষ করে।

এছাড়া প্রতিনিধি দলটি আগরতলার ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পরিদর্শন করে, যেখানে সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তঃদেশীয় বাণিজ্য সুবিধাকরণ বিষয়ে তাদের বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। সফরের অংশ হিসেবে তারা ত্রিপুরার বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখেন, যার মধ্যে উল্লেখযোগ্য উজ্জয়ন্ত প্রাসাদ।
২৪ ডিসেম্বর প্রতিনিধি দলটি আগরতলার লোক ভবনে ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এই সাক্ষাৎ ও পারস্পরিক আলোচনায় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তঃবাহিনী সহযোগিতার গুরুত্ব আরও স্পষ্টভাবে উঠে আসে।
প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে নিয়মিত এমন পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়কে ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।