মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দুস্থ পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের অধীন দুর্গম সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। পাশাপাশি সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

একই সময়ে এলাকার কার্বারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এদিন একই স্থানে চিকিৎসা বঞ্চিত স্থানীয় জনগণের জন্য দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। স্থানীয়দের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মানবিক সহায়তা কর্মসূচি প্রসঙ্গে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে।
তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় দুস্থ পাহাড়ী ও বাঙ্গালী জনগণের পাশে থাকবে।

এদিকে সেনাবাহিনীর এই মানবিক কর্মকাণ্ডে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় তারা একদিকে মানবিক সহায়তা পেয়েছেন, অন্যদিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন, যা তাদের জন্য বড় সহায়তা।
প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনবান্ধব কর্মসূচি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।