৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার
৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার
![]()
নিউজ ডেস্ক
এবার ৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি ও সাধু সন্ন্যাসীদের এক প্রতিনিধি দল। তার আগে মিশন থেকে প্রায় ২০০ মিটার দূরে বেগবাগান মোড়ে বিক্ষোভ থেকে ওই হুমকি দিয়েছেন শুভেন্দু।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘মমতা যতই প্রাচীর করে, পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয়, তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন, সেখানে পূণ্যস্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব।’
আগামী জানুয়ারির মাঝামাঝি গঙ্গাসাগর মেলা আয়োজন করবে ভারত। সেখানে লাখ লাখ হিন্দু সন্ন্যাসী যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। শুভেন্দু বলেন, ‘আজকে এক হাজার সাধু এসেছেন, তিন হাজার নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরের স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কত ক্ষমতা আছে (পুলিশ কমিশনার) মনোজ ভার্মার ওই দিন দেখা যাবে।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হিন্দু সংহতি মঞ্চ নামে অন্য একটি হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক শতাধিক সদস্য শিয়ালদা স্টেশন থেকে একটি মিছিল করে এসে মিশনের উদ্দেশে রওনা দেয়। যদিও মিশনের প্রায় ২০০ মিটার আগে তাদের আটকে দেয় পুলিশ। পরে তাদের ৩ সদস্যের এক প্রতিনিধি দল মিশনে স্মারকলিপি জমা দেয়।
এদিন বাংলাদেশ দূতাবাসের বাইরে রীতিমত নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বড় বড় লোহার ব্যারিকেড, লোহার খাঁচা, জল কামান, লাঠিধারী পুলিশ, প্রিজন ভ্যান, টিয়ার গ্যাসের শেল ও বক্স হাতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।