পানছড়িতে গভীর রাতে বিজিবির অভিযান: অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ জব্দ

পানছড়িতে গভীর রাতে বিজিবির অভিযান: অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ জব্দ

পানছড়িতে গভীর রাতে বিজিবির অভিযান: অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে চালানো এই অভিযানে প্রায় ৫০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে কাটা সেগুন কাঠ জব্দ করা হয়। অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উদ্ধারকৃত সেগুন কাঠ পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, জব্দকৃত কাঠ সরকারি বিধি অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ ধ্বংসে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাহিনীটি।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে বনজ সম্পদ কর্তন ও পাচার একটি দীর্ঘদিনের সমস্যা হিসেবে চিহ্নিত। এসব অপরাধ দমনে বিজিবি ও বন বিভাগের সমন্বিত তৎপরতা প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed