মানিকছড়িতে টিপি অপব্যবহার করে কাঠ পাচার: সেনা অভিযানে ৩০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় ট্রান্সপোর্ট পাস (টিপি)’র অপব্যবহার করে পরিচালিত কাঠ পাচারের গোপন তৎপরতার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযানে মালিকবিহীন সেগুন ও গামারি কাঠ জব্দ করা হয়, যা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গভামারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সার্জেন্ট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে আবুল বশরের কাঠ স্টকের পাশে স্তূপ করে রাখা প্রায় ৩০০ ঘনফুট সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কাঠগুলো মালিকবিহীন ছিল এবং ট্রান্সপোর্ট পাসের অপব্যবহারের মাধ্যমে পাচারের প্রস্তুতি চলছিল। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে সেনা সূত্র নিশ্চিত করেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুপুর ২টা ৩০ মিনিটে অভিযান সমাপ্ত হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত কাঠগুলো মানিকছড়ির গাড়িটানা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে উপস্থিত মানিকছড়ি রেঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ জানান, উদ্ধারকৃত কাঠের বিষয়ে বন আইনের আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ধারাবাহিক ও গোয়েন্দাভিত্তিক অভিযানের ফলে অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ নিধনে জড়িত চক্রগুলোর তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা মত দেন।
সেনা সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ সুরক্ষা, অবৈধ কাঠ পাচার রোধ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে কাঠ কর্তন ও পাচার দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত থাকলেও সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হওয়ায় এসব অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।