কেরানীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুইজন আটক

কেরানীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুইজন আটক

কেরানীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুইজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার বিকাল নাগাদ সেনাবাহিনীর একটি অভিযান দল ইকুরিয়া থানা এলাকার বনগ্রাম বাজারসংলগ্ন কেরানীগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। অভিযানের সময় মোঃ সোলাইমান হোসেন শুভ (২৮) এবং মোঃ মোফাজ্জেল হোসেন (৩০) নামে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনা সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।

প্রসঙ্গত, রাজধানী ও আশপাশের এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed