সাভারে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ আজ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান সিএমপিসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে কোর অব মিলিটারি পুলিশের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং কমান্ড্যান্ট, সিএমপিসিএন্ডএস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশের অধিনায়কগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোর অব মিলিটারি পুলিশের কার্যক্রম আরও আধুনিক ও যুগোপযোগী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বক্তব্যে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করে কোরের সকল সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিএমপি ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কোর অব মিলিটারি পুলিশের ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান। সাভার সেনানিবাসস্থ সিএমপি সেন্টার এন্ড স্কুল প্রাঙ্গণে সামরিক রীতি ও ঐতিহ্য অনুসরণ করে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে কোর অব মিলিটারি পুলিশের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁর হাতে গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।
প্রসঙ্গত, সেনাবাহিনীর শৃঙ্খলা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কোর অব মিলিটারি পুলিশ দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে, যা সেনাবাহিনীর সামগ্রিক সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।