বরকলে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা, নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বার্তা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য বরকল উপজেলায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরকল উপজেলার ভূষণছড়া এলাকার ভূষণছড়া বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত সভায় ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব, বিভ্রান্তিমূলক তথ্য ও যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য স্থানীয় জনগণকে আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
এ সময় মাদক সেবনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বলা হয়, এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করতে হবে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
নারী ও শিশু পাচার প্রতিরোধের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। পাচার কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও তা সমাধানে বিজিবির ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং যে কোনো প্রয়োজনে বিজিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিতে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের সভা ও কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।