সাজেকের দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ, মানবিক সহায়তায় স্বস্তি স্থানীয়দের
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকার গন্ডাছড়া অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৫৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাজেকের পাহাড়ি জনপদগুলোতে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারী সদস্যদের কষ্ট বেশি হওয়ায় গন্ডাছড়া এলাকার বিভিন্ন পাড়ায় শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে বিজিবির টহল দল শীতবস্ত্র নিয়ে স্থানীয় জনসাধারণের কাছে পৌঁছে যায়।
৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় গন্ডাছড়া বিওপির দায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়সহ শীতার্ত মানুষের মাঝে কম্বল, শাল ও অন্যান্য উষ্ণ পোশাক বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবির এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় সাধারণ মানুষের কষ্টও বেড়ে যায়। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, প্রতিবছর শীত মৌসুমে দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে শীতবস্ত্রের সংকট দেখা দেয়। বিজিবির এই সহায়তায় অনেক অসহায় পরিবার উপকৃত হচ্ছে এবং শীতজনিত ঝুঁকি কমছে।
প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।