সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল সেনাবাহিনীর বাঘাইহাট জোন

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল সেনাবাহিনীর বাঘাইহাট জোন

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল বাঘাইহাট জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনপদে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার দুর্গম ভূয়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে একাধিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল বাঘাইহাট জোন

সাম্প্রতিক সময়ে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও স্কুলড্রেস বিতরণ করা হয়, হতদরিদ্র পরিবারের জন্য শীতবস্ত্র প্রদান করা হয় এবং এলাকার মানুষের নিরাপদ চলাচলের সুবিধার্থে নদীর পাড়ে সিঁড়ি নির্মাণ করা হয়।

পাশাপাশি স্থানীয় জনগণের সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ক্লাব নির্মাণ, এক অসহায় পরিবারের বসবাসের জন্য একটি ঘর নির্মাণ এবং ধর্মীয় উৎসব পালনের সুবিধার্থে একটি মন্দির পুনর্নির্মাণ করা হয়।

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল বাঘাইহাট জোন

এসব কার্যক্রম ভূয়াছড়ি, কালুচোরা, ত্রিপুরাপাড়া ও কোজুইতলি পাড়াসহ আশপাশের জনপদে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, এলাকার সাধারণ মানুষের সার্বিক কল্যাণ বিবেচনায় এবং স্থানীয় চাহিদাকে অগ্রাধিকার দিয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনিরুল ইসলাম-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল বাঘাইহাট জোন

সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি জনগণের শিক্ষা, সামাজিক সংহতি ও মানসিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

কার্যক্রম চলাকালে জোন অধিনায়ক স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন। এতে এলাকাবাসীর মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়।

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল বাঘাইহাট জোন

স্থানীয়দের মতে, উন্নয়নমূলক এসব উদ্যোগ পাহাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে।

ভূয়াছড়ির এক প্রবীণ বাসিন্দা জানান, তিনি এর আগে এলাকায় এ ধরনের বিস্তৃত উন্নয়নমূলক কার্যক্রম কখনো দেখেননি। তাঁর ভাষায়, “বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু নিরাপত্তা নয়, আমাদের শিক্ষা, বাসস্থান ও ধর্মীয় প্রয়োজনের দিকেও নজর দিচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এটি বড় প্রাপ্তি।”

সাজেকের ভূয়াছড়িতে উন্নয়নের ছোঁয়া: পাহাড়ে আশার আলো ছড়াল বাঘাইহাট জোন

জোন অধিনায়ক বলেন, পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়ন, তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া এবং টেকসই শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, সাজেকের ভূয়াছড়িতে বাস্তবায়িত এই উন্নয়ন কার্যক্রম আবারও প্রমাণ করে—বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষাকারী বাহিনী নয়; বরং পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন ও আস্থার এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed