খাগড়াছড়িতে অস্ত্র কেনাবেচার গোপন তৎপরতা রুখে দিল সেনাবাহিনী, পিস্তলসহ যুবক আটক

খাগড়াছড়িতে অস্ত্র কেনাবেচার গোপন তৎপরতা রুখে দিল সেনাবাহিনী, পিস্তলসহ যুবক আটক

খাগড়াছড়িতে অস্ত্র কেনাবেচার গোপন তৎপরতা রুখে দিল সেনাবাহিনী, পিস্তলসহ যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে অস্ত্র কেনাবেচার গোপন তৎপরতা নস্যাৎ করে একটি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে সেবাহিনী। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম আইয়ুব (৩৮)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, অস্ত্র কেনাবেচার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের টহল দলসহ যৌথবাহিনী কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইয়ুবকে হাতেনাতে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রের বিস্তার রোধে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বাড়াচ্ছে। নিয়মিত এ ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা মত প্রকাশ করেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed