দুর্গম ত্রিপুরাঘাটে বিজিবির মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধে স্বস্তি পাহাড়ি জনপদে

দুর্গম ত্রিপুরাঘাটে বিজিবির মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধে স্বস্তি পাহাড়ি জনপদে

দুর্গম ত্রিপুরাঘাটে বিজিবির মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধে স্বস্তি পাহাড়ি জনপদে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী দুর্গম জনপদে বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম ত্রিপুরাঘাট গ্রামে ১২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ছোট হরিণা জোনের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ত্রিপুরাঘাট গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক পাহাড়ি অসহায় ও দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন, প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। পাহাড়ি এলাকার সাধারণ রোগ থেকে শুরু করে দীর্ঘদিনের নানা শারীরিক সমস্যায় ভোগা রোগীরা এই ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পান।

চিকিৎসা কার্যক্রম চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত ছিলেন। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সীমান্তবর্তী ও দুর্গম হওয়ায় ত্রিপুরাঘাট এলাকার মানুষ সহজে উপজেলা বা জেলা সদরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত থাকতে হয়। এমন বাস্তবতায় বিজিবির মেডিকেল ক্যাম্প পাহাড়ি মানুষের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে।

স্থানীয়রা আরও জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে চিকিৎসা, ত্রাণ ও সামাজিক কার্যক্রম পরিচালনা করায় পাহাড়ি জনপদে রাষ্ট্রের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় হচ্ছে। দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মন্তব্য করেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed