সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটে বিজিবির নতুন বিওপি উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্তে নিরাপত্তা জোরদারে লালমনিরহাটে বিজিবির নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, চোরাচালান প্রতিরোধ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে নতুন এ বিওপি ক্যাম্পটি চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন লালমনিরহাট জেলার পূর্ব সারডুবী সীমান্ত এলাকায় নবনির্মিত এ বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুসাহিদ মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নতুন এ বিওপি ক্যাম্পটি চালু করা হয়েছে।

এতে করে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এ ক্যাম্প। একই সঙ্গে সীমান্তবর্তী জনপদের নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত হবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *