মণিপুরে যৌথ অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, বড় ধরনের নিরাপত্তা হুমকি নস্যাৎ
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের লামলাই–তেল্লৌ এলাকায় যৌথ অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশ বড় ধরনের নিরাপত্তা হুমকি নস্যাৎ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সশস্ত্র গোষ্ঠীর (আর্মড নন-স্টেট এলিমেন্টস) চলাচল সংক্রান্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে যৌথ দলটি এলাকায় ব্যাপক তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ অভিযান চালায়। এ সময় পাহাড়ি এলাকায় একটি পরিত্যক্ত আস্তানা শনাক্ত করা হয়, যেখানে একাধিক অস্ত্রভাণ্ডার লুকানো ছিল। অভিযানে সেখান থেকে দুটি পিস্তল, ৯১ রাউন্ড তাজা গুলি, একটি ৫১ মিলিমিটার লাইভ মর্টার হাই-এক্সপ্লোসিভ বোমা, কয়েকটি হ্যান্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের যুদ্ধোপযোগী সরঞ্জাম উদ্ধার করা হয়।
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর পুরো এলাকাটি নিরাপত্তার স্বার্থে তল্লাশি ও স্যানিটাইজ করা হয়, যাতে কোনো ধরনের অবশিষ্ট হুমকি না থাকে। পরে জব্দ করা অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য যুদ্ধোপযোগী সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য লামলাই থানায় হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।