মণিপুরে যৌথ অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, বড় ধরনের নিরাপত্তা হুমকি নস্যাৎ

মণিপুরে যৌথ অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, বড় ধরনের নিরাপত্তা হুমকি নস্যাৎ

মণিপুরে যৌথ অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, বড় ধরনের নিরাপত্তা হুমকি নস্যাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের লামলাই–তেল্লৌ এলাকায় যৌথ অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশ বড় ধরনের নিরাপত্তা হুমকি নস্যাৎ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সশস্ত্র গোষ্ঠীর (আর্মড নন-স্টেট এলিমেন্টস) চলাচল সংক্রান্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে যৌথ দলটি এলাকায় ব্যাপক তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ অভিযান চালায়। এ সময় পাহাড়ি এলাকায় একটি পরিত্যক্ত আস্তানা শনাক্ত করা হয়, যেখানে একাধিক অস্ত্রভাণ্ডার লুকানো ছিল। অভিযানে সেখান থেকে দুটি পিস্তল, ৯১ রাউন্ড তাজা গুলি, একটি ৫১ মিলিমিটার লাইভ মর্টার হাই-এক্সপ্লোসিভ বোমা, কয়েকটি হ্যান্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের যুদ্ধোপযোগী সরঞ্জাম উদ্ধার করা হয়।

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর পুরো এলাকাটি নিরাপত্তার স্বার্থে তল্লাশি ও স্যানিটাইজ করা হয়, যাতে কোনো ধরনের অবশিষ্ট হুমকি না থাকে। পরে জব্দ করা অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য যুদ্ধোপযোগী সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য লামলাই থানায় হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *