মিজোরামে ভারত–মিয়ানমার সীমান্তে বিপুল পরিমাণ মেথামফেটামিন জব্দ, একজন আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম রাজ্যের সাইতুয়াল জেলায় ভারত–মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে আসাম রাইফেলস। শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানে ১১ দশমিক ০৬২ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য ৩৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার রুপি।
কর্তৃপক্ষ জানায়, মাদক পাচার সংক্রান্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশের একটি যৌথ দল সাইতুয়াল জেলার কাইফাং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলে দ্রুত তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মেথামফেটামিন ট্যাবলেট এবং অভিযানে ব্যবহৃত একটি যানবাহন পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য সাইতুয়াল জেলার মিজোরাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আসামের বদরপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ডিসেম্বর মাসে পৃথক আরেকটি অভিযানে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে আসামের শিলচর শহরের তারাপুর এলাকা থেকে ৩ হাজার ৬০ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ রুপি। অভিযানে হান্নান হুসাইন ভূঁইয়া (ইসলামাবাদ, কাছাড়) ও ইসলামুদ্দিন লাস্কার (বাঘা, কাছাড়) নামে দুজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে একটি যানবাহনও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত সব মালামাল ও গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কাছাড় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়, এসব অভিযান সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি অবৈধ বাণিজ্য দমনে আসাম রাইফেলসের “অটল অঙ্গীকারের” প্রতিফলন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।