সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার পথে সেন্টমার্টিন জলসীমায় নৌবাহিনীর হাতে ২৭৩ জন আটক

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার পথে সেন্টমার্টিন জলসীমায় নৌবাহিনীর হাতে ২৭৩ জন আটক

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার পথে সেন্টমার্টিন জলসীমায় নৌবাহিনীর হাতে ২৭৩ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার পথে ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ তৎপরতার সঙ্গে ধাওয়া চালিয়ে বোটটিকে আটক করতে সক্ষম হয়।

অভিযানকালে বোটটিতে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দালালচক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন।

নৌবাহিনী আরও জানায়, আটককৃত বোটে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে গভীর সমুদ্রে যাত্রাটি একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের কারণ হতে পারত। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে সেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *