রংপুরে সহস্রাধিক অস্বচ্ছল-ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
প্রতি বছরের ন্যায় এবারও রংপুরে অস্বচ্ছল, ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্রের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে রবিবার (৪ জানুয়ারী) বিকেলে রংপুর উত্তম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুবিধাভোগী ১ হাজার ৫৫ জনের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা।
এ সময় শারীরিকভাবে অক্ষমদের শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান দেয়া হয়। তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।