কুমিল্লার সীমান্ত এলাকার শীতার্ত মানুষের পাশে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লার সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুমিল্লা ১০ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চৌদ্দগ্রাম আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত, গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির অফিসারা। বিজির হাতে শীতবস্ত্র পেয়ে ৬শতাধিক মানুষ মহাখুশি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।