ফেলানী হত্যা দিবস: বিএসএফ সদস্যরা শান্তির ভাষা বোঝে না- রাশেদ প্রধান

ফেলানী হত্যা দিবস: বিএসএফ সদস্যরা শান্তির ভাষা বোঝে না- রাশেদ প্রধান

ফেলানী হত্যা দিবস: বিএসএফ সদস্যরা শান্তির ভাষা বোঝে না- রাশেদ প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শান্তির ভাষা বুঝে না। তারা বুঝে বুলেটের ভাষা।’

বুধবার কিশোরী ফেলানী হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী বিক্ষোভ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ‘ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ১৫ বছর পেরিয়ে গেলেও আমরা বিচার পাইনি। ২০২৫ সালেও সীমান্তে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এই হত্যাযজ্ঞ ঠেকানোর পথ একটিই, মেরুদণ্ড সোজা করে পাল্টা জবাব দিতে হবে। ভারত থেকে একটি গুলি এলে, এপার থেকে দুটি ছুড়তে হবে। কারণ তারা শান্তির ভাষা বুঝে না; নরেন্দ্র মোদির সীমান্তরক্ষীরা বুলেটের ভাষা বোঝে।’

তিনি বলেন, ‘হিন্দু অত্যাচারের মিথ্যা অভিযোগ দিয়ে কলকাতায় আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে খেলতে দেওয়া হয়নি। জনগণ জানতে চায় নির্বিচারে হিন্দু-মুসলিম গণহত্যা করে শেখ হাসিনা দিল্লিতে কীভাবে? ভারত সরকার নিজের দেশে মুসলিম-খ্রিষ্টান অত্যাচার করে আর মিথ্যা অভিযোগ দেয় বাংলাদেশে হিন্দু অত্যাচারের। বাংলার গদিতে ফ্যাসিস্ট হাসিনা নাই; ভারতের মিথ্যাচারের দিন শেষ।’

জাগপার মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনকে চিরতরে কবর দিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত এবং ইসলামী ও দেশপ্রেমী ১১ দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, সাংঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed