ত্রিপুরায় যৌথ অভিযানে ২১ কোটি ৮৭ লাখ রুপি মূল্যের সোনার বিস্কুট ও ভারতীয় মুদ্রা জব্দ
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরায় সোনা চোরাচালান ও আর্থিক অপরাধের বিরুদ্ধে যৌথ অভিযানে প্রায় ২১ কোটি ৮৭ লাখ রুপি মূল্যের সোনার বিস্কুট ও অঘোষিত ভারতীয় মুদ্রা জব্দ করেছে আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী আগরতলার কেন্দ্রস্থল শান্তিপাড়া এবং শহরের উপকণ্ঠ ধলেশ্বর এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুনাল জয়সওয়াল, অজয় নাহা ও রাকেশ দাস।
অভিযান চলাকালে প্রায় ১৪ কেজি ওজনের সোনার বিস্কুট, যার আনুমানিক বাজারমূল্য ১৯ কোটি রুপি, এবং ২ কোটি ৮৭ লাখ রুপি অঘোষিত ভারতীয় নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ও অর্থ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিরক্ষা মুখপাত্র জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “আসাম রাইফেলস ও ডিআরআই-এর সমন্বিত প্রচেষ্টায় এই বড় ধরনের চোরাচালান চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।”
আসাম রাইফেলসের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের অভিযান সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ কার্যক্রম দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ধারাবাহিক নজরদারি এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কাজের প্রতিফলন।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে নকল পণ্য পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আসাম রাইফেলস ও আসামের শিলচর কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একটি গুদাম থেকে প্রায় ৩৪ লাখ রুপি মূল্যের নকল সিগারেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যগুলো শিলচর হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে সরবরাহের প্রস্তুতি চলছিল বলে জানানো হয়েছে।
সরকারি সূত্র জানায়, আসাম রাইফেলস ও শিলচর কাস্টমস বিভাগ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নকল পণ্য ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক এই জব্দকে নকল পণ্য পাচার চক্র দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।