লালমনিরহাট সীমান্তে শীতার্তদের পাশে ৬১ বিজিবি, ২০০ দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট সীমান্তে শীতার্তদের পাশে ৬১ বিজিবি, ২০০ দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট সীমান্তে শীতার্তদের পাশে ৬১ বিজিবি, ২০০ দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হাতীবান্ধা উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন। শীতজনিত দুর্ভোগ লাঘবে বিজিবির উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব সারডুবি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬১ বিজিবির ব্যবস্থাপনায় ২০০ হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ উপলক্ষে তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি অবৈধ পুশইন বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহায়তা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ শেষে সেক্টর কমান্ডার বলেন, ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই বিশ্বাসকে ধারণ করে সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *