দক্ষিণ আফ্রিকার জলসীমায় চীন-রাশিয়া-ইরানের যৌথ নৌ মহড়া শুরু

দক্ষিণ আফ্রিকার জলসীমায় চীন-রাশিয়া-ইরানের যৌথ নৌ মহড়া শুরু

দক্ষিণ আফ্রিকার জলসীমায় চীন-রাশিয়া-ইরানের যৌথ নৌ মহড়া শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জলসীমায় চীন, রাশিয়া ও ইরান যৌথ নৌ মহড়া শুরু করেছে। শনিবার (১০ জানুয়ারি) শুরু হওয়া এই মহড়া এক সপ্তাহ ধরে চলবে। দক্ষিণ আফ্রিকা একে ‘ব্রিকস প্লাস’ উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে। দেশটির মতে, এই মহড়ার লক্ষ্য হলো নৌপথে চলাচল এবং সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা।

ব্রিকস প্লাস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত মূল ব্রিকস জোটের সম্প্রসারিত রূপ। এই জোটকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক প্রভাবের বিপরীতে একটি বিকল্প শক্তি হিসেবে দেখা হয়। সম্প্রসারিত জোটে নতুন করে যুক্ত হয়েছে মিসর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

দক্ষিণ আফ্রিকা নিয়মিতভাবে চীন ও রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালালেও, এবারের মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে চীন, ইরান, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ কয়েকটি ব্রিকস প্লাসভুক্ত দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চীনা সামরিক কর্মকর্তারা জানান, ব্রাজিল, মিসর ও ইথিওপিয়া এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘উইল ফর পিস ২০২৬’ নামে এই মহড়ায় ব্রিকস প্লাসভুক্ত দেশগুলোর নৌবাহিনী যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম এবং সমন্বিত প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

যৌথ মহড়ার ভারপ্রাপ্ত মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এমফো মাতেবুলা জানান, সব সদস্য দেশকেই এই মহড়ায় আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসভুক্ত দেশগুলোর বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ নীতি অনুসরণের অভিযোগ তুলেছেন। গত জানুয়ারিতে তিনি এই জোটের সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন।

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল, পশ্চিমাপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই মহড়ার সমালোচনা করেছে। দলটির দাবি, এই মহড়া দক্ষিণ আফ্রিকার ঘোষিত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং ব্রিকস দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক শক্তির খেলায় ‘ঘুঁটি’তে পরিণত করেছে।

তবে এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন মাতেবুলা। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক ব্যবস্থা নয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বৈরিতার বিষয় নেই।তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গেও যৌথ মহড়া চালিয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed