মাটিরাঙ্গা ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাসজুড়ে জেলায় প্রায় ১৩শ ব্যক্তিকে অর্থদন্ড
![]()
নিউজ ডেস্ক
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা বাজারে দুটি জেনারেল ষ্টোরকে ৩হাজার করে ৬হাজার টাকা ও অতিরিক্ত দামে ঔষধ বিক্রি করার দায়ে সেবা ফার্মেসিকে ৫হাজার টাকাসহ ৩ ব্যবসায়ীকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১লা মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান নিয়মিত চলবে।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে করোনা সচেতনতায় সরকারি আদেশ অমান্য করায় জেলাজুড়ে ১২৯২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ হতে করোনা ঝুঁকি সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জেলাবাসীকে অনুরোধ জানানো হয়।