দেশের একমাত্র করোনা মুক্ত জেলা খাগড়াছড়ি - Southeast Asia Journal

দেশের একমাত্র করোনা মুক্ত জেলা খাগড়াছড়ি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারাবাংলাদেশে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লেও পার্বত্য জেলা খাগড়াছড়ি এখনো করোনা মুক্ত রয়েছে। এর আগে খাগড়াছড়ির সাথে রাঙামাটি পার্বত্য জেলাও করোনামুক্ত ছিলো। তবে আজ ৬মে বুধবার রাঙামাটির ৪জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ১৮ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় নারায়নগঞ্জ ফেরত এরশাদ চাকমার শরীরে ২২ এপ্রিল করোনা ভাইরাসের সংক্রমণ আছে বলে জানা যায়। এরপর তার ও তার সাথে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা অন্যদের তথ্যের ভিত্তিতে পুনরায় এরশাদ চাকমার ২য় বারের মতো ও তার সাথে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (৬ মে ) তাদের রিপোর্ট আসে এবং কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। এছাড়া এরশাদ চাকমার ২য় করোনা রিপোর্টও নেগেটিভ আসে। এছাড়া ১ মে পুনরায় নমুনা সংগ্রহ করার পর তার করোনা রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

এরপর কিছুটা বিস্মিত হয়ে খাগড়াছড়ির স্বাস্থ্যবিভাগ ৩য় দফায় এরশাদ চাকমার নমুনা সংগ্রহ করে।

২য় দফায় এরশাদ চাকমা ও ২য় দফায় তার সাথে থাকা স্বাস্থ্যকর্মীসহ ১৪জনের করোনা নেগেটিভ আসায় বর্তমানে খাগড়াছড়ি জেলা করোনা মুক্ত রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।